ভারতের নারী দলের কোচ হলেন রমেশ পাওয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ মে ২০২১
ভারতের নারী দলের কোচ হলেন রমেশ পাওয়ার

ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য প্রধান কোচ নিয়োগ করেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার রমেশ পাওয়ার। আগেও ভারতীয় নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।

নারী দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৫ জন আগ্রহ প্রকাশ করেছিল। এ ৩৫ জনের সাক্ষাৎকার নিয়েছিল ক্রিকেট উপদেষ্টা কমিটি। এ কমিটির সদস্য ছিলেন সুলক্ষণা নায়েক, মদন লাল এবং রুদ্র প্রতাপ সিং। সবার সাক্ষাৎকার শেষে রমেশ পাওয়ারকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে উপদেষ্টা কমিটি।

এর আগে ২০১৮ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভারতীয় নারী দলকে কোচিং করিয়েছিলেন তিনি। এ সময়ে নারী দল টানা ১৮ টি-টোয়েন্টিতে জয় লাভ করে।

ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে সফল না হলেও কোচ হিসেবে বেশ ভালোই করছেন সাবেক এ ভারতীয় স্পিনার। রমেশ পাওয়ার ভারতের হয়ে ২ টেস্ট এবং ৩১ ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল টু সার্টিফিকেট প্রাপ্ত রমেশ পাওয়ার বিসিসিআইয়ের অধীনেও কোচিং কোর্স করেছেন। ভারতীয় নারী দলের আগে মুম্বাই দলের কোচ হিসেবে বিজয় হাজারে ট্রফিতেও কাজ করেছেন। এছাড়াও ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির স্পিন বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষে ভারত, রেটিং হারিয়েছে বাংলাদেশ

শীর্ষে ভারত, রেটিং হারিয়েছে বাংলাদেশ

দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা যাবে ভারত

দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা যাবে ভারত

‘বন্দিশালা’য় সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

‘বন্দিশালা’য় সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!