৩০ জুলাই শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ১৩ মে ২০২১
৩০ জুলাই শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

জাফনা স্ট্যালিয়ন্সের শিরোপা উৎসব

সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ জুলাই শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এসএলসি বুধবার (১২মে) এক বিবৃতিতে জানায়, ২২ আগস্ট ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এ টুর্নামেন্টের।

জুলাইয়ে ঘরের মাঠে ভারতে বিপক্ষে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এ সিরিজে দুই দলের মধ্যে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার এ দ্বিপাক্ষিক সিরিজ শেষ হওয়ার কথা ২৭ জুলাই।

এ একই সময়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নতুন ফরম্যাটের টুর্নামেন্ট ‘দ্য হ্যান্ড্রেড’। এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে ২১ জুলাই। তাই স্বাভাবিকভাবেই ‘দ্য হান্ড্রেড’ এর সাথে সাংঘর্ষিক হতে যাচ্ছে এ টুর্নামেন্টটি।

করোনাভাইরাস প্রকোপের মধ্যে জৈব সুরক্ষা বলয় তৈরি করে ২০২১ সালের ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এলপিএলের প্রথম আসর। পাঁচ দলের এ টুর্নামেন্টের ২৩ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হয়েছিল হাম্বানটোটায়। প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে জাফনা স্ট্যালিয়ন্স।

এসএলসি বিবৃতিতে আরও জানায়, এবারের আসর আয়োজন করার আগে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

পিএসএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব

পিএসএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন সাকিব

জুভেন্টাসের হয়ে রোনালদোর শততম গোল

জুভেন্টাসের হয়ে রোনালদোর শততম গোল