এক সময় ক্রিকেট বিশ্ব শাসন করতো ওয়েস্ট ইন্ডিজ, তবে কালের বিবর্তনে এগুলো এখন কেবলই অতীত। হালের বর্তমান দলের অবস্থা নাজুক, বড় কোন শিরোপাও নেই দীর্ঘদিন। সব মিলিয়ে বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের অবস্থা দেখে হতাশ ক্যারিবীয় ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস। তিনি মনে করেন, অতীতের সেই সোনালি যুগ আর কখনো ফিরে আসবে না।
স্পোর্টস লাইভকে দেয়া এক সাক্ষাতকারে কার্টলি অ্যামব্রোস সেই সময়কার দলের কথা চিন্তা করে বলেন যে, বর্তমান খেলোয়াড়েরা বুঝেই না ক্যারিবীয়ান জনগণের কাছে ক্রিকেট এর অর্থ কি।
কার্টলি অ্যামব্রোস বলেন, `এখন যারা ক্রিকেট খেলছে তারা জানেই না, এদেশের জনগণের কাছে ক্রিকেটের স্থানটা কোথায়। দেশ এবং বিদেশের মানুষের মাঝে যোগসূত্র রাখার মাধ্যম এই ক্রিকেট। বর্তমান প্রজন্ম কতটুকু তা জানে আমি নিশ্চিত নয়।`
ক্রিকেট ইতিহাসের প্রথম দুইটি বিশ্বকাপই জিতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি তারা। ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০১২ এবং ২০১৬।
বর্তমান দলে কয়েকজন দারুণ ক্রিকেটার হলেও কার্টলি অ্যামব্রোস বলেন, `বাস্তবতা ভিন্ন। সত্যি বলতে গেলে আমরা সেই স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজকে আর কখনো দেখতে পারব না।`
নিজেদের সময়কার কথা স্মরণ করে কার্টলি অ্যামব্রোস বলেন, `আমরা যখন সেরা দল ছিলাম তখন পুরো বিশ্ব আমরা শাসন করেছি। যেখানেই গিয়েছি আমরা দাপটের সাথে ক্রিকেট খেলেছি।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]