চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ৷কোহলিদের দেশে সফরে এসে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্রিস গেইল-স্যামুয়েলসরা৷সিরিজের একমাত্র টি-টোয়ন্টি ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে৷সিরিজের বাকি ম্যাচগুলির ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি৷
শেষবার ২০১৭-র সেপ্টেম্বরে ইডেনে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে ম্যাচ হয়েছিল৷ তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ২০১৬ সালে শেষ টি-টোয়ন্টি ম্যাচ হয় ইডেনে৷২০১৭এর সেপ্টেম্বরের পর ফের ২০১৮ নভেম্বর, প্রায় একবছর পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে সিএবি৷শনিবার সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,‘ ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে সিএবি কোনও কসুর করবে না৷’
নভম্বরে আন্তর্জাতিক ঐ ম্যাচ ছাড়াও এগোরের আইপিএলের কোয়ালিফায়ার হোস্ট করতে পারে ইডেন৷ ইতিমধ্যেই আইপিএলে দুটি প্লে-অফের জন্য পুণকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে সেই দুটি ম্যাচ পুণে আয়োজন করতে না পারলে ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে কলকাতার ইডেন গার্ডেন্স৷
২০১৪ সালে ক্যারিবিয়ানরা শেষবার ভারত সফরে এসেছিল৷নিজেদের দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে অর্থ সংক্রান্ত জামেলায় যদিও সিরিজের মাঝপথেই দেশ ফিরে যায় ওয়েস্ট-ইন্ডিজ৷এরপর ২০১৬ সালে লারার দেশে টেস্ট সিরিজে খেলতে যায় কোহলিরা৷ফের ২০১৭ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পারি জমায় মেন ইন ব্লু৷সেই সিরিজের পর ২০১৮এ অক্টোবর-নভম্বরে ফের দিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে উড়ে আসছে ভিভ রিচার্ডের দেশ৷