শনিবার `নেগেটিভ`, সোমবার `পজিটিভ` মাইক হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ এএম, ১২ মে ২০২১
শনিবার `নেগেটিভ`, সোমবার `পজিটিভ` মাইক হাসি

একদিনের ব্যবধানেই করোনা পজিটিভ মাইক হাসি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মাইক হাসির সাথে। শনিবার করোনা টেস্ট করালে তাতে `নেগেটিভ` আসে মাইক হাসির, একদিন বিরতির পর আবার সোমবার পুনরায় করোনা টেস্ট করালে তাতে `পজিটিভ` আসে মাইক হাসির। এর ফলে দেশে ফেরার জন্য আবারও ঝামেলায় পড়লেন তিনি। 

নিয়ম অনুযায়ী পরপর তিনটি করোনা টেস্টের ফল `নেগেটিভ` আসলে ওই ক্রিকেটার দেশে যেতে পারবে। কিন্তু মাইক হাসির প্রথম রিপোর্ট নেগেটিভ আসলেও পরের রিপোর্টে করোনা পজিটিভ আসে। ফলে আপাতত দেশে যাওয়া সম্ভব হবে না মাইক হাসির। 

আহমেদাবাদ থেকে ইতিমধ্যেই বিশেষ বিমানে করে চেন্নাই নেয়া হয়েছে করোনা আক্রান্ত মাইক হাসি ও লাক্ষীপতি বালাজিকে। 

এর আগে টানা ৩বার করোনা রিপোর্ট `নেগেটিভ` আসা অজি খেলোয়াড়েরা ইতিমধ্যেই মালদ্বীপ পৌঁছে নিভৃতবাস কাটাচ্ছেন। 

আইপিএল স্থগিত হওয়ার আগে দলের হয়ে ভালোই ভূমিকা রাখছিলেন মাইক হাসি। মাইক হাসির চেন্নাই সুপার কিংস ৭ ম্যাচে ৫ জয়, ২ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ২য় স্থানে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের বাকি অংশ খেলা হবে না ইংলিশ ক্রিকেটাদের

আইপিএলের বাকি অংশ খেলা হবে না ইংলিশ ক্রিকেটাদের

করোনা আক্রান্ত হলেই ইংল্যান্ড সফর থেকে বাদ কোহলিরা

করোনা আক্রান্ত হলেই ইংল্যান্ড সফর থেকে বাদ কোহলিরা

সিরিজ শুরুর আগেই রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎবাণী

সিরিজ শুরুর আগেই রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎবাণী

ভারতে বিশ্বকাপ চান না চ্যাপেল

ভারতে বিশ্বকাপ চান না চ্যাপেল