জিম্বাবুয়েকে টেস্ট না খেলতে রমিজ রাজার অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ এএম, ১২ মে ২০২১
জিম্বাবুয়েকে টেস্ট না খেলতে রমিজ রাজার অনুরোধ

ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং টেস্ট উভয় সিরিজেই হেরেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে একটা ম্যাচ জয়ের পাশাপাশি বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলেও টেস্টে যেন একেবারে অসহায় ছিল জিম্বাবুয়ে। এমতাবস্থায় জিম্বাবুয়েকে আপাতত টেস্ট না খেলে সাদা বলে মনযোগ দেয়ার পরামর্শ দেন ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা।

অতীতে জিম্বাবুয়ে দল খুবই ভালো ছিল উল্লেখ করে রমিজ রাজা বলেন, `জিম্বাবুয়ের বর্তমান অবস্থা সত্যিই খুব নাজুক। এক সময় তারা দারুণ লড়াকু দল ছিল। ১৯৯২ সালের বিশ্বকাপে তাদের দলে এমনও খেলোয়াড় ছিল যাদের নিয়ে আলাদা পরিকল্পনা করা লাগতো।` 

এরপরই রমিজ রাজা জিম্বাবুয়ের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকা, ক্রিকেট বোর্ড এর দুর্নীতি, বর্ণবাদ এসব কারণে জিম্বাবুয়ের ক্রিকেট এখন করুণ সময় পার করছে বলে অভিমত তার। 

রমিজ রাজা বলেন, `জিম্বাবুয়ের ক্রিকেট কাঠামো প্রতিনিয়ত নস্ট হচ্ছে। গত ১৫-২০ বছর ধরে যে তাদের ক্রিকেট পেছনেই যাচ্ছে তার প্রতিফলন এবারের পারফরম্যান্স। আশা করি তারা ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে। আর সেজন্য আমি মনে করি তাদের টেস্ট খেলা বাদ দিয়ে সাদা বলের ক্রিকেটে মনযোগ দেয়া উচিত।` 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে অভিজ্ঞ মালিঙ্গাতেই আস্থা শ্রীলঙ্কার

বিশ্বকাপে অভিজ্ঞ মালিঙ্গাতেই আস্থা শ্রীলঙ্কার

ভারতে বিশ্বকাপ চান না চ্যাপেল

ভারতে বিশ্বকাপ চান না চ্যাপেল

আইপিএলের বাকি অংশ খেলা হবে না ইংলিশ ক্রিকেটাদের

আইপিএলের বাকি অংশ খেলা হবে না ইংলিশ ক্রিকেটাদের

জিম্বাবুয়ের বড় পরাজয়ে সিরিজ পাকিস্তানের

জিম্বাবুয়ের বড় পরাজয়ে সিরিজ পাকিস্তানের