করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল ভারত। প্রতিদিন যেমন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তেমনি লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে কোভিডে। অনেক চেষ্টা চালিয়েও, আইপিলের ১৪তম আসর শেষ করতে পারেনি আয়োজকরা। বাধ্য হয়েই মাঝপথে বন্ধ করে দিতে হয় আইপিএল।
ভারতের এমন অবস্থা দেখে এবার আগে থেকেই সঠিক সিদ্ধান্তটা নেয়ার অনুরোধ জানালেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়্যান চ্যাপেল। তিনি মনে করেন, আসন্ন বিশ্বকাপ বর্তমান পরিস্থিতিতে ভারতে আয়োজন সম্ভব নয়।
সব কিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে ভারতে মাঠে গড়ানোর কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। কিন্তু বর্তমান পরিস্থিতে ভারতে আয়োজন সম্ভব বলে মনে করেন না ইয়্যান চ্যাপেল।
চ্যাপেল বলেন, `কোভিড সংক্রমণ, মানুষের মৃত্যু এবং জৈব সুরক্ষা বলয়ে থাকার পরও ক্রিকেটারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রমাণ করে ভারতে ক্রিকেট খেলা কতটা ঝুঁকি। আইপিএল বন্ধ হয়ে এটাই প্রমাণ করল যে, আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নেয়া উচিত।`
অতীতের উদাহরণ টেনে চ্যাপেল মনে করেন, মহামারীর কারণে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নেয়াতে কোন সমস্যা নেই। কারণ, সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা। আয়োজকদের তাই আরও একবার ভেবে দেখার আহ্বান জানান তিনি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]