ভারতীয় রাজত্বে এবার ভাগ বসিয়ে রাজার মুকুট পড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
চলতি বছরের শুরু থেকে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম তিন মাসেই সেরার পুরস্কার জিতেছে ভারতের ক্রিকেটাররা। প্রথম তিন মাসে তিন বিজয়ী ছিলেন যথাক্রমে- ঋসভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার।
চতুর্থ মাসে ভারতের কেউ নন, মাসের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের বাবর। এপ্রিলে মাত্র ১টি টেস্ট খেলেছেন বাবর। এক ইনিংস ব্যাট করে কোন রান করতে পারেননি তিনি।
তিন ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন বাবর। পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানেও উঠেছেন তিনি।
ওয়ানডের মতো টি-টুয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাবর। সাত ম্যাচে একটি সেঞ্চুরিতে ৪৩ দশমিক ৫৭ গড়ে ৩০৫ রান করেছেন তিনি। গড়- ৪৩ দশমিক ৫৭। তাই এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর।
এছাড়া নারী ক্রিকেটে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান এলিসা হিলি। তিন ওয়ানডেতে ৫১ দশমিক ৬৬ গড়ে ১৫৫ রান করেছেন হিলি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]