ইংল্যান্ড সফরের আগেই ভ্যাকসিন নিলেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ এএম, ১১ মে ২০২১
ইংল্যান্ড সফরের আগেই ভ্যাকসিন নিলেন কোহলি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এ সফরের আগে ক্রিকেটারদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। সেই পরামর্শ মেনে ভ্যাকসিন নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

সোমবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ভ্যাকসিন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোহলি নিজেই। ছবির সাথে বার্তাও দিয়েছেন তিনি।

বার্তায় কোহলি লিখেন, ‘যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন। নিরাপদে থাকুন।‘ কোহলির আগে আরেক ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছিলেন।

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও ইতিমধ্যে এ ভ্যাকসিন নিয়েছেন। কয়েকজন ক্রিকেটার এবং কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর।

আইপিএল স্থগিত হওয়ার পর নিজ নিজ এলাকায় ফিরে স্থানীয়ভাবে ভ্যাকসিন নেওয়ার কথা বলেছে বিসিসিআই। এ জন্য নিজ নিজ এলাকায় ফিরে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

দেশের মাটিতে প্রথম ডোজ নিলেও বিরাট কোহলিকে দ্বিতীয় ডোজ নিতে হবে ইংল্যান্ড থাকাকালীন। ভারতে তৈরি কোভ্যাক্সিনের ক্ষেত্রে ইংল্যান্ডে থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার কোনো সুবিধা পাওয়া যাবে না।

বিষয়টি মাথায় রেখে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজনেকোর তৈরি টিকা নিয়েছেন তিনি। এছাড়া বোর্ডও ক্রিকেটারদেরকে এ ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। এ সফরের জন্য কোহলিদের ইংল্যান্ডে থাকতে হবে দীর্ঘ চার মাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শুভ জন্মদিন মি. ডিপেন্ডেবল

শুভ জন্মদিন মি. ডিপেন্ডেবল

রিয়ালের ড্র`য়ে বেঁচে থাকলো বার্সেলোনার সুযোগ

রিয়ালের ড্র`য়ে বেঁচে থাকলো বার্সেলোনার সুযোগ

ইংল্যান্ড কিংবা ভারত, কোথাও আইপিএলের সুযোগ নেই : সৌরভ গাঙ্গুলি

ইংল্যান্ড কিংবা ভারত, কোথাও আইপিএলের সুযোগ নেই : সৌরভ গাঙ্গুলি

পাকিস্তান ছাড়তে ইচ্ছুক শতাধিক ক্রিকেটার

পাকিস্তান ছাড়তে ইচ্ছুক শতাধিক ক্রিকেটার