করোনা আক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ এএম, ১১ মে ২০২১
করোনা আক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

সব কিছু ঠিক থাকলে কিছুদিন পরই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই নিজ দেশে অনুশীলন শুরু করে দিয়েছে তারা। শুরুতেই ধাক্কা খেলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রাথমিক দলের খেলোয়াড়দের করোনা টেস্ট পরীক্ষায় `পজিটিভ` আসে দুই লংকান ক্রিকেটারের। 

দলগত অনুশীলনের আগে সকলের করোনা টেস্ট করায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর সেই টেস্টেই করোনা ধরা পড়ে দুই ক্রিকেটার ধনাঞ্জয়া লক্ষ্মণ এবং ঈশান জয়রত্নের। করোনা পজিটিভ হওয়ায় তাদের বাংলাদেশ সফরও এখন অনিশ্চিত। 

করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে থাকতে হচ্ছে এই দুই ক্রিকেটারকে। শ্রীলঙ্কা ক্রিকেট দল দেশ ছাড়ার পূর্বে তারা যদি করোনা মুক্ত এবং খেলার মতো অবস্থায় থাকে তবেই কেবল দলে সুযোগ মিলতে পারে এই দুই ক্রিকেটারের। 

উল্লেখ্য যে,  ১৬ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২৩ মে থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

   



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড কিংবা ভারত, কোথাও আইপিএলের সুযোগ নেই : সৌরভ গাঙ্গুলি

ইংল্যান্ড কিংবা ভারত, কোথাও আইপিএলের সুযোগ নেই : সৌরভ গাঙ্গুলি

স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

প্রত্যাশার চাপে ‘ভেঙে পড়েছেন’ গিল

প্রত্যাশার চাপে ‘ভেঙে পড়েছেন’ গিল

ছাড় পাচ্ছে না কোহলিরা, দু’দেশেই থাকতে হবে কোয়ারেন্টাইনে

ছাড় পাচ্ছে না কোহলিরা, দু’দেশেই থাকতে হবে কোয়ারেন্টাইনে