স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ পিএম, ১০ মে ২০২১
স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

সাকিবের সাথে চার্টার্ড ফ্লাইটে ঢাকা আসেন মোস্তাফিজ ও তার স্ত্রী

করোনার কারণে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারত থেকে আসা পেসার মোস্তাফিজুর রহমানের প্রথমবারের করোনা ফল নেগেটিভ এসেছে। সাথে স্ত্রীরও করোনা নেগেটিভ হয়েছে।

ভারত থেকে আসার পর শনিবার (৮ মে) স্ত্রীসহ মোস্তাফিজের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। রোববার (৯ মে) সেই রিপোর্ট হাতে পেয়েছেন ফিজ ও তার স্ত্রী।

প্রথম দফার রেজাল্ট পাওয়ার পর রোববার দ্বিতীয় দফায় মোস্তাফিজ ও তার স্ত্রীর করোনার নমুনা নেওয়া হয়েছে। নতুন করে নমুনার ফল সোমবার পাওয়া যাবে।

ভারত থেকে ৬ মে (বৃহস্পতিবার) চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদ থেকে ঢাকায় পা রাখেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এরপর থেকেই তারা কোয়ারেন্টাইনে চলে যান।

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে ভারত থেকে দেশে ফেরায় সাকিব-মোস্তাফিজকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জন্য সরকারের কাছে আবেদন করেছে। গুলশানে শেরাটনের ফোর পয়েন্ট হোটেলে সাকিব এবং স্ত্রীসহ হোটেল সোনারগাঁওতে কোয়ারেন্টাইনে রয়েছেন মোস্তাফিজ।

এদিকে, কোয়ারেন্টাইনে থাকা সাকিব আল হাসানের পর পর দুই পরীক্ষাতেই করোনা নেগেটিভ ফল এসেছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পাওয়ায় এখনোই মাঠে ফিরতে পারছেন না।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকদের নিয়ে ‌সবুজ সঙ্কেত

তামিম-মুশফিকদের নিয়ে ‌সবুজ সঙ্কেত

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা সিরিজে ওটিস গিবসনকে পাচ্ছে না বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন ৯ নম্বর

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন ৯ নম্বর