প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারেতে পাকিস্তানের করা ৫১০ রানের বিপরীতে মাত্র ১৩২ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। মূলত পাকিস্তানের হাসান আলির বোলিং তোপেই বিধ্বস্ত হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটাররা।
আবিদ আলির ডাবল সেঞ্চুরি ও আজহার আলির সেঞ্চুরিতে প্রথম ইনিংসেই বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এই দুইজনের ব্যাটের উপর ভর করে প্রথম ইনিংসেই ৮ উইকেটের বিনিময়ে ৫১০ রান করে পাকিস্তান।
বিশাল এই রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। পাকিস্তানের পেসার হাসান আলীর বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে বাটারদের কেউই বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।
জিম্বাবুয়ের পক্ষে রেগিস চাকাভা ৯২ বলে ৩৩ ও ডোনাল্ড ত্রিপানো ৫৬ বলে ২৩ রান করেন।
পাকিস্তানের পেসার হাসান আলী একাই নেন ৫ উইকেট। ১৩ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে তিনি ৫ উইকেট শিকার করেন। হাসান আলীর বোলিংয়ে আউট হনঃ কেভিন কাসুজা, রেগিস চাকাভা, টেন্ডাই চিসুরু, লুক জংগি ও রয় কাইয়া।
ফলোআনে পড়ে পুনরায় ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]