প্রথম করোনা টেস্টে `নেগেটিভ` সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৯ মে ২০২১
প্রথম করোনা টেস্টে `নেগেটিভ` সাকিব

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছে আইপিএলের ১৪তম আসর। স্থগিত হওয়া আইপিএলে অংশ নিয়ে মঙ্গলবার (৪মে) দেশে ফিরেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দেশে প্রবেশ করে দু'জনেই ভিন্ন দুই হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। 

দেশে ফেরার পর হোটেলে প্রবেশের পরই করোনা পরীক্ষার জন্য  সাকিব ও মোস্তাফিজের নমুনা সংগ্রহ করা হয়। মোস্তাফিজের করোনা রিপোর্ট না আসলেও শনিবার সাকিব আল হাসানের রিপোর্ট জানা গেছে।

করোনা রিপোর্টে `নেগেটিভ`এসেছে  সাকিবের। কলকাতার হয়ে খেলা এ অলরাউন্ডারের শরীরে প্রথম টেস্টে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি।  

বিসিবির ফিজিও মঞ্জুরুল ইসলাম চৌধুরী জানান, `প্রথম করোনা পরীক্ষায় সাকিবের করোনা রিপোর্ট `নেগেটিভ` এসেছে। মোস্তাফিজের রিপোর্ট এখনও হাতে আসেনি। রোববার (৯ মে) তার ফল পাব বলে আশা করছি।` 

১৪তম আইপিএলে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। অন্যদিকে, মোস্তাফিজ মাঠ মাতান রাজস্থান রয়্যালসের হয়ে। টুর্নামেন্টে করোনা শনাক্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিগ হয়ে গেছে আইপিএল। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবরের ব্যর্থতার জন্য দলের ওপেনাররাই দায়ী !

বাবরের ব্যর্থতার জন্য দলের ওপেনাররাই দায়ী !

আজও অনুশীলনে নেই তামিম-মুশফিকরা

আজও অনুশীলনে নেই তামিম-মুশফিকরা

অবসর ভেঙ্গে মাঠে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

অবসর ভেঙ্গে মাঠে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের