ঘরের মাঠে শ্রীলঙ্কা বিপক্ষে মাঠে ২৩ মে (রোববার) সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে রিয়াদ-আফিফরা। চারদিন অনুশীলনের পর বিরতি শেষে শুক্রবার থেকে শুরু হওয়া অনুশীলনে এখনো যোগ দেননি শ্রীলঙ্কা থেকে আসা তামিম-মুশফিকরা।
কোয়ারেন্টাইনে থাকায় সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমান এখনই অনুশীলনে যোগ দিতে পারছেন না। তবে শনিবার (৮ মে) দ্বিতীয় দিনেও দলের অনুশীলনে যোগ দেননি তামিম- মুশফিকরা।
শনিবার মাহমুদউল্লাহ রিয়াদ-সাইফউদ্দিনসহ কয়েকজনকে অনুশীলন করতে দেখা যায়। প্রথমে ব্যাটিং করার পর বোলিংও করেছেন রিয়াদ। মিরপুরে সেন্টার উইকেট ছাড়াও ইনডোরে নিজেদের প্রস্তুতি সেরেছেন তারা।
দুপুর ২টা থেকে শুরু হওয়া অনুশীলনে সবার আগে মাঠে উপস্থিত হন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর একে একে মাঠে আসেন আফিফ হোসেন, নাইম শেখ, শেখ মাহাদী, সাইফউদ্দিন, আলামিন হোসেইন এবং আমিনুল ইসলাম বিপ্লব।
আফিফ মাঠে পৌঁছে সোজা সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন। তাকে বোলিং করেন শেখ মাহাদী এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তাদের সাথে সাইফউদ্দিনও বল হাতে ঘাম ঝড়ান।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রাথমিক দলে শ্রীলঙ্কা সফরে থাকাদের মধ্যেও আটজন রয়েছে। যারা দেশে পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করেছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সঙ্কেত না পাওয়ায় তারা মাঠের অনুশীলনে ফিরতে পারছেন না।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]