ওয়েস্ট ইন্ডিজ নারী দলের চুক্তিতে তিন নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ০৭ মে ২০২১
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের চুক্তিতে তিন নতুন মুখ

২০২১-২২ মৌসুমে নারী দলের নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন মৌসুমে নারী ক্রিকেট দলে চুক্তিবদ্ধ খেলোয়াড়ারের সংখ্যা তিনজন বাড়ানো হয়েছে। ফলে আগের ১৫ জনের জায়গায় এবার বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। গত মৌসুমের ১৫ জনকে রেখেই আরও তিনজনকে চুক্তিতে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। চুক্তিতে নতুন তিন মুখ হলেন- কায়সিয়া শুল্টেজ, কিয়ানা জোসেফ এবং শনিশা হেক্টর।

শুল্টেজের এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। তবে কিয়ানা জোসেফ ২০১৭ নারী বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হয়ে দুই ম্যাচে মাঠে নেমেছিলেন। এছাড়া চুক্তিতে নতুন আসা শনিশা হেক্টর ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে এক ম্যাচ খেলেছেন।

ক্যারিবিয়ান নারী দলের প্রধান নির্বাচক অ্যান ব্রাউন জন বলেছেন, 'গত মৌসুমে চুক্তিতে থাকা ক্রিকেটাররা মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তারা ক্রিকেট খেলার জন্য মুখিয়ে ছিলেন। তবে তারা কোনো ম্যাচ খেলতে পারেননি। এ কারণে গত বছরের চুক্তিতে থাকা কোনো ক্রিকেটারকে বাদ দেওয়া হয়নি।'

চুক্তিতে আসা নতুন ক্রিকেটারদের নিয়ে তিনি বলেন, 'শুল্টেজ এবং জোসেফ বাঁহাতি আর্ম স্পিনার, যা ক্যারিবিয়ান অঞ্চলে পাওয়া দুষ্কর। এছাড়া জোসেফ বোলিংয়ের পাশাপাশি বাঁহাতি ব্যাটিংয়ে বেশ দুর্দান্ত। আর হেক্টর তার পেস দিয়ে নির্বাচকদের নজর কেড়েছে।'

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। বর্তমানে ক্রিকেটাররা ওয়ালশের অধীনে অ্যান্টিগাতে হাই পারফর্মেন্স দলের সাথে অনুশীলন করছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি

গেইলের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি

ব্রায়ান লারার যত রেকর্ড

ব্রায়ান লারার যত রেকর্ড

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

নভেম্বরে টি-টেন, বাড়ছে পরিধি

নভেম্বরে টি-টেন, বাড়ছে পরিধি