ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়া বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন। চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় তারা ঢাকা এসে পৌঁছায়।
করোনার প্রকোপে মাঝপথে স্থগিত হওয়ায় আইপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা বিপাকে পড়েছেন। ভারতের সাথে বিমান চলাচল বন্ধ থাকায় সহজে দেশে ফিরতে পারছেন না ক্রিকেটাররা। সেই তালিকা সাকিব-মোস্তাফিজও পড়েছিলেন। অবশেষে বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
সাকিব-মোস্তাফিজের দেশের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খান। তিনি বলেন, আহমেদাবাদ থেকে তারা দু'জন (সাকিব ও মোস্তাফিজ) বিকেল সাড়ে তিনটায় ঢাকায় পৌঁছেছে। সাকিব-মোস্তাফিজ একই ফ্লাইটে দেশে ফিরেছে।
দেশে ফেরা সাকিব-মোস্তাফিজকে এখন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। জানা গেছে, গুলশানের ফোর পয়েন্ট শেরাটনে কোয়ারেন্টিনে থাকবেন সাকিব। আর হোটেল সোনারগাঁওয়ে থাকবেন মোস্তাফিজ। তার সাথে স্ত্রী সাদিয়া পারভীন শিমুও কোয়ারেন্টাইন পালন করবেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]