করোনার কারণে স্থগিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসর আবারও মাঠে ফিরছে। তবে ১ জুন থেকে শুরু হতে যাওয়া পিএসএলের বাকি অংশ নিয়ে আবারও বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনার কারণে নিজ দেশে এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, দেশের সরকারের সাথে এক আলোচনায় পিএসএলের বাকি অংশ আরব আমিরাতে সরানোর বিষয়ে একমত হয়েছে পিসিবি। এ বিষয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে (ইসিবি) চুক্তি করেছে পিসিবি। আনুষ্ঠানিক ঘোষণার পর পিএসএলের সব ফ্র্যাঞ্চাইজি সেখানে উড়াল দিবে।
চলতি বছরের মার্চে করোনার কারণে পিএসএলের ৬ষ্ঠ আসর স্থগিত হয়ে যায়। পিএসএল চলাকালীন ক্রিকেটারদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি।
স্থগিত হওয়া পিএসএলের ৬ষ্ঠ আসরের অবশিষ্ট অংশ ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত নতুন সূচি প্রকাশ করা হয়েছে। পিএসএলের ভেন্যু নির্ধারণ ছিল করাচিতে। তবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আরব আমিরাতে করার জন্য অনুরোধ করেছে।
এছাড়া পাকিস্তান সরকারও করোনাভাইরাস মোকাবিলায় বেশ হিমশিম খাচ্ছে। ফলে সরকারও বলেছে, পিএসএল আয়োজনের জন্য বর্তমানে করাচি উপযুক্ত নয়। তবে এ বিষয়ে শনিবার করাচি সরকারের সাথে আলোচনায় বসবে পিএসএল কর্তৃপক্ষ।
এদিকে, আরব আমিরাতে পিএসএল আয়োজনে বেশ কিছু সমস্যায় পড়তে হবে পাকিস্তানকে। এর মধ্যে একটি হলো স্টেডিয়াম ভাড়া। প্রায় দ্বিগুণ খরচ করে হোটেল ভাড়া করতে হবে। এছাড়া গরমের বিষয়টা তো রয়েছেই।
এসব সমস্যা ছাড়াও আবর আমিরাতে পিএসএল আয়োজনের সবচেয়ে বড় বাধা হবে ভিসা সমস্যা। করোনা মহামারির কারণে আপাতত দেশটিতে প্রবেশের জন্য নতুন করে কোনো ভিসা দেওয়া হচ্ছে না। একই কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট দল মাঠে নেমেছিল তারকা ক্রিকেটার ছাড়াই। যেখানে পাকিস্তানের বাইরে পিএসএল অনুষ্ঠিত হলে বিদেশি ক্রিকেটার স্বাচ্ছন্দ্যে খেলতে যাবে।
এছাড়া, এ মুহূর্তে পিএসএলের সময়-সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ, পিএসএলের দ্বিতীয় অংশ শেষ হওয়া পর ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। সবকিছু মিলে পিএসএলের বাকি অংশ নিয়ে নতুন করে বেশ বিপাকে পড়েছে পিসিবি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]