সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ এএম, ০৬ মে ২০২১
সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

ক্রিকেটাদেরকে নিয়ে প্রায় সময় র‍্যাপিড ফায়ারের আয়োজন করা হয়। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইফোর এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে র‍্যাপিড ফায়ার আয়োজন করেছিল। সেখানে সাকিবকে নিয়ে বেশ মজাদার প্রশ্ন করা হয়েছে।

আইপিএলের ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। র‍্যাপিড ফায়ারের শুধুমাত্র আইপিএল নয়, বাংলাদেশ দল নিয়েও নানা প্রশ্ন করা হয়েছে। সাকিবও বেশ মজার ছলে উত্তর দিয়েছেন। সেখান থেকেই স্পোর্টসমেইল২৪ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা- দুইজনের মাঝে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় কে জিতবেন?

সাকিব : তামিম ইকবাল।

একসাথে কতগুলো ফুচকা খেতে পারবেন?

সাকিব : আমার সামনে যতগুলো থাকবে। এমন কী তার পরিমাণ ১০০ টাও হতে পারে।

সাঈদ আনওয়ারের মতো ব্যাটিং নাকি ওয়াসিম আকরামের মতো বোলিং, কোনটি আপনি করতে চান?

সাকিব : উভয়।

ঢাকার জ্যাম নাকি কলকাতার জ্যাম, কোনটা বেশি খারাপ?

সাকিব : আমার মনে হয় ঢাকা। কারণ, ঢাকায় আমাকে বাসার বাইরে অনেক সময় কাটাতে হয়। বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আমাকে অনেক জ্যামের মধ্যে পড়তে হয়। কিন্তু কলকাতায় আমি শুধু মাঠে যাই, আর সেখানে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীরা জ্যামের বিষয়টি দেখে। তাই কলকাতায় জ্যামে পড়তে হয়নি।

মোবাইলে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?

সাকিব : ইউটিউব।

কোন বিরিয়ানি আপনি কখনোই খেতে চাইবেন না; চকলেট, স্ট্রবেরি নাকি রসগোল্লা বিরিয়ানি?

সাকিব : একটাও না। আমি কখনোই এগুলো খাবো না।

বাংলাদেশ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কে সবচেয়ে বেশি ইমোজি ব্যবহার করেন?

সাকিব : আমি।

আপনার পছন্দের ইমোজি কোনটি?

সাকিব : স্মাইলি।

মাহমুদউল্লাহ, মুশফিক এবং তামিম ইকবাল- এদের মধ্যে কে আপনাকে ১০০ মিটার স্প্রিন্টে হারাতে পারবে?

সাকিব : এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমি মুশফিককে হারাতে পারবো।

বাংলাদেশ দলে কে সবচেয়ে বেশি পুশআপ দিতে পারবে?

সাকিব : আমার মনে হয় শান্ত (নাজমুল হোসেন শান্ত)।

কোথায় সবচেয়ে ভালো রান্না করা মাছের তরকারি পান; ইংল্যান্ড, ক্যারিবিয়ান নাকি মাগুরা?

সাকিব : মাগুরা।

কলকাতা দলে বলিউড ট্রিভিয়া নিয়ে কুইজ হলে কে জিতবে?

সাকিব : ডিকে (দীনেশ কার্তিক)।

আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনের মধ্যে কে বেশি ফ্যাশনেবল?

সাকিব : তারা দু'জনই বেশ ফ্যাশনেবল। তবে আমার মনে রাসেল (আন্দ্রে রাসেল) বেশি ফ্যাশনেবল।

ক্রিকেট নিয়ে কথা বলার জন্য পছন্দের মানুষ কে?

সাকিব : আমার দুই কোচ সালাউদ্দিন (মোহাম্মদ সালাউদ্দিন) স্যার এবং ফাহিম (নাজমুল আবেদীন ফাহিম) স্যার।

হোটেল রুমে কোয়ারেন্টাইনে থাকলে আপনার কোন জিনিস থাকতেই হবে?

সাকিব : ইন্টারনেট।

কোন মাঠে ছক্কা মারা সচেয়ে কঠিন?

সাকিব : সম্ভবত মেলবোর্ণ (মেলবোর্ণ ক্রিকেট গ্রাউন্ড)। কারণ মাঠটি বেশ বড়।

দিনেশ কার্তিক এবং মুশফিকুর রহিম, উইকেট কিপার হিসেবে কে বেশি কথা বলে?

সাকিব : দীনেশ কার্তিক।

যদি কোনো বোলার রান নেওয়ার সময় আপনাকে কাঁধ দিয়ে ধাক্কা দেয়, তাহলে কী করবেন?

সাকিব : আমি তার দিকে তাকিয়ে হাসি দিবো।

আপনি একটা বিশ্বকাপ ফাইনালে খেলছেন। ম্যাচের ফলাফল নির্ধারিত হবে একটা পেনাল্টিতে। কোন সতীর্থকে সে পেনাল্টিটা নিতে দেবেন? সেটা বাংলাদেশ কিংবা কলকাতা যেকোনো দলের সতীর্থ হতে পারে।

সাকিব : আমি কখনো কলকাতা সতীর্থদের সাথে ফুটবল খেলিনি। তবে আমার মনে হয় মরগান বেশ ভালো করবে। কারণ সে একজন ইংলিশ এবং নিয়মিত ফুটবল খেলে।

স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে বসেছেন, আর কী সিনেমা দেখবেন সেটা ঠিক করবেন আপনি। সিনেমাটা কোন ঘরানার হবে?

সাকিব : সুপারহিরো সিনেমা।

কোন সতীর্থ তার ওয়ার্কআউট রুটিন নিয়ে কথা বলতে বেশি ভালোবাসে?

সাকিব : বাংলাদেশ দলে মুশফিকুর রহিম।

আন্দ্রে রাসেল ও আপনার মধ্যে পাঞ্জা লড়াইয়ে কে জিতবে?

সাকিব : যেকোনো দিনই আন্দ্রে রাসেল জিতবে।

বিকেএসপিতে কে বেশি দুষ্টু ছিল? আপনি নাকি মুশফিক?

সাকিব : আমার মনে হয় আমি।

ক্রিকেটের বাইরে কোন ইভেন্টের ক্ষেত্রে টিকিট কেটে খেলা দেখতে চাইবেন আপনি?

সাকিব : ফুটবল। যেকোনো ফাইনাল যেখানে আর্জেন্টিনা কিংবা বার্সেলোনা জড়িত থাকবে।

শেষ এক মাসে মোবাইলে কোন গান সবচেয়ে বেশি শুনেছেন?

সাকিব : এ রকম নির্দিষ্ট কোনো গান নেই। তবে একটি ইংলিশ গান আছে ‘অ্যাট মাই ওরস্ট’। তবে আমি জানি না গানের শিল্পী কে।

যদি আপনাকে একটা সুপার পাওয়ার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে আপনি কোনটা নিতে চাবেন?

সাকিব : যেকোনো ধরনের সুপার পাওয়ার যা করোনাভাইরাস প্রতিরোধে কাজে লাগবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিটির বাধায় শেষ পিএসজির স্বপ্ন

সিটির বাধায় শেষ পিএসজির স্বপ্ন

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

আইপিএল স্থগিত, বড় অংকের ক্ষতির মুখে বিসিসিআই

আইপিএল স্থগিত, বড় অংকের ক্ষতির মুখে বিসিসিআই