পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ০৫ মে ২০২১
পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে খেলোয়াড়ের ছুটি নেওয়া কিংবা মা হওয়ায় নারী খেলোয়াড়দের ছুটি নেওয়ার বিষয়টি ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। খেলোয়াড়দের জন্য এ ছুটিকে বেশ সাধারণভাবেই নেওয়া হয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিশেষ মুহূর্তের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের নারী ক্রিকেটার বিসমাহ মারুফ সন্তানসম্ভবা হওয়ার কারণে সম্প্রতি পিসিবির কাছে ছুটির আবেদন করেছেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটির সাথে পুরুষদের জন্যও পিতৃকালীন ছুটির ব্যবস্থা করছে পিসিবি।

মঙ্গলবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, নারী দলের ক্রিকেটাররা ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষ ক্রিকেটাররা এক মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। পুরুষ ক্রিকেটাদের জন্য পিতৃকালীন ছুটি নিতে পারবেন সন্তানের বয়স ৮ সপ্তাহ না হওয়া পর্যন্ত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য এ ছুটির কার্যকর হবে। তবে এ ছুটির জন্য তাদের বেতন কাটা হবে না বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

বিশেষ এ ছুটির সময়ে নারী এবং পুরুষ উভয় ক্রিকেটাররাই পূর্ণ বেতন পাবেন। নারী ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে থাকাকালীন সময়ে মাতৃকালীন ছুটির কারণে খেলতে না পারলেও পরবর্তীতে বছরের চুক্তিতেও অন্তর্ভুক্ত থাকবেন।

পাকিস্তানে নব্বইয়ের দশক থেকে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। তবে, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ নারী খেলোয়াড়ই বিয়ের পর খেলাকে বিদায় জানিয়েছেন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে'ই বিশেষ ছুটির ঘোষণা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

ডোমিঙ্গোকে নিয়েই দেশে ফিরেছে টাইগাররা

ডোমিঙ্গোকে নিয়েই দেশে ফিরেছে টাইগাররা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে উইজডনের সেরা একাদশ ঘোষণা