বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৫ মে ২০২১
বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। ফলে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরছেন বিদেশি ক্রিকেটাররা। তবে ভারতের সাথে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকে। তাদের মাঝে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আইপিএল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলা বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশের উদ্দেশে দেশ ছাড়বেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে বিশেষ ব্যবস্থায় দেশে পাঠাবে আইপিএল কর্তৃপক্ষ।

প্রতিবেশী দেশ ভারতে কোভিড-১৯ এর প্রকোপ তীব্র হওয়ার কারণে ভারতের সাথে সাময়িকভাবে সীমান্ত বন্ধ ও বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ। তবে সাকিব-মোস্তাফিজকে বিশেষ ব্যবস্থায় দেশে পাঠাবে আইপিএল কর্তৃপক্ষ।

নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আইপিএল স্থগিত হওয়ার পর আমরা ধারাবাহিকভাবে তাদের সাথে যোগাযোগ রাখছি। যেহেতু সাকিব-মোস্তাফিজ বিদেশি খেলোয়াড়, তাই তাদেরকে বাংলাদেশের ফেরত পাঠাতে আইপিএল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা করবে। আমরা বিশ্বাস করি শিগগিরই এ ব্যবস্থা করা হবে এবং যত দ্রুত সম্ভব তারা দেশে ফিরবে।’

চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আছেন সাকিব ও মোস্তাফিজ। তবে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য কয়েকটি দেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে সরকারের স্বাস্থ্য বিভাগ খেলোয়াড় এবং বিদেশি কোচদের জন্য কোয়ারেন্টাইন ইস্যু শিথিল করেছিল। তবে এবার কঠোর অবস্থানে রয়েছে সরকার।

বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘সরকার ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে আগতদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছিল। তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে একই নিয়ম সাকিব এবং মোস্তাফিজুরের জন্য প্রযোজ্য কি-না তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের বিষয়ে পরিষ্কার ধারণা পেতে এ বিষয়ে পরামর্শ চেয়ে আমরা স্বাস্থ্য অধিদফতরকে একটি চিঠি দিয়েছি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হায়দরাবাদেও করোনার হানা

হায়দরাবাদেও করোনার হানা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারতের অবস্থায় উদ্বিগ্ন টেইলর

ভারতের অবস্থায় উদ্বিগ্ন টেইলর

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’