করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এরই মাঝে আইপিএল চলায় আয়োজকদের শুনতে হয়েছে অনেক সমালোচনা। এমনকি, খেলোয়াড়ই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত রাখতে হয়েছে আইপিএলের ম্যাচও। এমন অবস্থায় ভারতের সার্বিক পরিস্থিতি দেখে উদ্বিগ্ন কিউই ক্রিকেটার রস টেইলর।
ভারতের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রস টেইলর আশা করেন করোনাকে পরাজিত করে অতি দ্রুতই স্বাভাবিক জীবন যাপনে ফিরবে ভারত। তিনি মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বর্তমান এই পরিস্থিতে।
রস টেইলর বলেন, `আমি টিভি, সংবাদে খবর রাখছি। সেখানে ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আমি ভারতে অনেক গিয়েছি, সেখানের মানুষ ক্রিকেটের অন্ধ ভক্ত।`
আন্তর্জাতিক ক্রিকেট সহ আইপিএল খেলার জন্য অনেকবার ই ভারতে গিয়েছিলেন টেইলর। সেই সুবাধে ভারতের প্রতি আলাদা অনুভূতি কাজ করে বলে জানান তিনি। ভারতবাসীর দ্রুত সুস্থতা কামনা করে টেইলর বলেন, `আশা করি তারা দ্রুত এ বিপর্যয় থেকে মুক্তি পাবে। এমন অবস্থা দেখা কষ্টকর। তাদের প্রতি আমার শুভ কামনা রইল`।
আইপিএল খেলতে বর্তমানে ভারতে রয়েছে নিউজিল্যান্ডের খেলোয়াড়ও। রস টেইলর জানান, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সে সকল খেলোয়াড়দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, এবং খোঁজ খবর নিচ্ছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]