আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা । ৩২ বছর বয়সী পেরেরা সোমবার (৩ মে) নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন, তবে অবসরের মূল কারণ খোলাসা করেননি তিনি।
ধারণা করা হচ্ছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে দল গুছানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর তাই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পরিবর্তে তরুণদের নিয়েই কাজ করতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
তাছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে পেরেরা সহ চান্দিমাল, থিরিমান্নে, ম্যাথিউজের মতো সিনিয়র ক্রিকেটারদের। মূলত তরুণদের পরখ করে নিতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে মাঠে দেখা যাবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
৩২ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট, ১৬৬টি ওডিআই ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাছাড়া আইপিএল ক্যারিয়ারে তার ৩৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]