কলকাতা শিবিরে করোনার হানা, পেছালো ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৪ মে ২০২১
কলকাতা শিবিরে করোনার হানা, পেছালো ম্যাচ

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন নাজেহাল অবস্থা ভারতের, ঠিক তখনও ঠিকভাবেই চলছিল আইপিএল। আয়োজকরা সকল রকমের সতর্কতা, জৈব সুরক্ষা বলয়ে খেলোয়াড়দের রেখে চালাচ্ছিল টুর্নামেন্ট। তবে, এরই মাঝে খবর এসেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার দুই খেলোয়াড়।

টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অফিশিয়াল ঘোষণা না আসলেও ক্রিকবাজ, ক্রিকইনফোর মতো গণমাধ্যম, কলকাতার দুই খেলোয়াড়ের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। একই সাথে স্থগিত করা হয়েছে আজকের ম্যাচটিও। 

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, কলকাতার স্পিনার ভরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়ার স্ক্যান করানোর জন্য জৈব সুরক্ষা বলয়ের বাইরে যান। আর তখনই তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তাছাড়াও অজি পেসার প্যাট কামিন্স সহ দলটির আরও কয়েকজন খেলোয়াড় অসুস্থ বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান স্পিন ঘূর্ণিতে সিরিজ খোয়ালো বাংলাদেশ

লঙ্কান স্পিন ঘূর্ণিতে সিরিজ খোয়ালো বাংলাদেশ

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ মে থেকে ডিপিএল

ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিসিসিআই

ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিসিসিআই

সবসময় ভাবতাম পাশেই আছি, যেকোনো সময় ডাক পাব : ইমরুল

সবসময় ভাবতাম পাশেই আছি, যেকোনো সময় ডাক পাব : ইমরুল