২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সর্বশেষ দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ইমরুল কায়েস। প্রায় আড়াই বছর পর আবার ডাক পেয়েছেন জাতীয় দলের স্কোয়াডে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে থাকা ২৩ জনের মধ্যে রোববার (২ মে) মিরপুরে ১২ জন অনুশীলন করেছেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরুল কায়েস। প্রথম দিনের অনুশীলন শেষে ইমরুল কায়েস বলেন, ‘প্রথমত ধন্যবাদ জানাই, আমি আবার প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছি। এটা আমার জন্য অবশ্য মোটিভেশন।’
তিনি বলেন, ‘ন্যাশনাল টিমের বাইরে থাকলে, স্কোয়াডের বাইরে থাকলে আসলে মেন্টালিভাবে রেডি থাকা যায় না; ন্যাশনাল টিমে খেলার জন্য। আমি বলবো যে, এটা আমার জন্য গ্রেড অপরচুনিটি। এখন আবার নতুন করে চিন্তা-ভাবনা করা এবং নিজেকে ওভাবে আবার রেডি করতে পারবো। আমার যে ল্যাকিন্সগুলো ছিল ওগুলো নিয়ে কাজ করতে পারবো। এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার।’
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন ইমরুল কায়েস। নিজের ফিটনেস ভালো থাকলেও অজানা কারণে দলে ডাক পাননি তিনি। ফিট থেকেও জাতীয় দলের ডাক না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ন্যাশনাল টিমের বাইরে থাকলে যে জিনিসটা হয়, অনেক আপসেট থাকা হয়। ন্যাশনাল টিমের খেলা যখন দেখি তখন ওই জায়গাটাতে অনেক মিস করি। বাট তারপরও আমি বলবো যে, কিছু কিছু সময় বাদ পড়াটা অবশ্যই প্লেয়ারের জন্য ভালো।’
বাদ পড়া ভালো বলার ব্যাখ্যাও দিয়েছেন ইমরুল কায়েস। বলেন, ‘আমি বলবো যে, অনেক কিছুই বের হয় যে কী কী মিসটেক হয়েছে। সেগুলো নিয়ে কাজ করা যায়।’
নিজে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলা থেকে বাইরে থাকলেও কখনো দূরে সরে গেছে বলে ভাবতেন না ইমরুল। বরং নিজেকে তৈরি করে রাখতেন এই ভেবে যে যেকোনো সময় তার ডাক পড়তে পারে।
জাতীয় দলের হয়ে ৭৮টি ওয়ানডে খেলা এ টাইগার ব্যাটার বলেন, ‘আমি কখনোই মনি করি নাই যে, ন্যাশনাল টিমের বাইরে চলে গেছি। আমি সবসময় ড্রেসিং রুমটাতে ইনজয় করি এবং এটার জন্য যে প্র্যাকটিস বা হার্ডওয়ার্ক করার, তা সবসময় করে যাই। আমি কখনো ভাবি না যে, ন্যাশনাল টিম থেকে বাদ পড়লে আমি বাইরে চলে গেছি।’
তিনি আরও বলের, ‘আমি সবসময় মনে করি আমি আবার... পাশেই আছি, যেকোনো সময় আবার ডাক পাব, যদি পারফর্ম করতে পারি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]