টেস্ট ক্রিকেটে ১২০ এরও বেশি উইকেট শিকার, তবে কখনোই শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেয়া হয়নি তাইজুলের। সেই ধারা থেকে বের হয়ে, শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের ২য় টেস্টের ২য় ইনিংসে লংকানদের বিপক্ষে ৫ উইকেট পেলেন তাইজুল ।
তাইজুলের স্পিন ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ১৯.২ ওভার বল করে ৭২ রানে খরচায় ৫ উইকেট লাভ করেন তাইজুল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম হলেও ক্যারিয়ারে এ পর্যন্ত আটবার পাঁচ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন তিনি। এর মাঝে জিম্বাবুয়ের বিপক্ষেই নিয়েছেন ৪ বার, পাকিস্তানের বিপক্ষে ১ বার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ বার ও শ্রীলঙ্কার বিপক্ষে ১ বার।
ঘরের মাঠেই বল হাতে বেশি সফল তাইজুল। পাঁচ উইকেট শিকার করেছেন তিনি আটবার, এর মাঝে দেশের মাটিতেই নিয়েছেন ৬ বার। দেশের মাটিতে তাইজুল ২১ ম্যাচে নিয়েছে ১০৫ উইকেট।
আর বিদেশের মাটিতে তাইজুলের শিকার ১২ টেস্টে ২৯ উইকেট। ৫ উইকেট শিকার করতে পেরেছেন ২ বার। ঘরের মাঠের মতো উজ্জ্বল পারফরম্যান্স বিদেশের মাটিতে করতে পারলে ক্যারিয়ার শেষে দারুণ অবস্থানে থাকবে তাইজুল তা বলার অপেক্ষা রাখে না।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]