দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান করার পর ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৪২ রান পিছিয়ে থাকায় জয়ের রান পাহাড়ের নিচে পড়েছে বাংলাদেশ। জযের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান।
এর আগে শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান করে। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসের মতো বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। লংকান অধিনায়ক কারুণারাত্নে ৬৬, ধনাঞ্জায়া ডি সিলভার ৪১ রানের উপর ভর করে ১৯৪ রান করে তারা।
বাংলাদেশের বোলারদের মধ্যে এই ইনিংসে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। একাই পাঁচ উইকেট শিকার করেন তিনি। তাইজুলের বোলিংয়ে পরাস্ত হন ফারনান্দো, ম্যাথিউস, পাথুম, মেন্ডিস ও লাকমাল। এছাড়া ২টি উইকেট লাভ করেন মিরাজ।
৪৩৭ রানের টার্গেটে ইতিমধ্যেই ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]