ভারতে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০২ এএম, ০১ মে ২০২১
ভারতে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

ভারতে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। এ অবস্থায় চলতি বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর বরাত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এ তথ্য জানিয়েছে।

বিসিসিআইয়ের সাবেক কর্মকর্তা ধীরাজ মালহোত্রা বলেছেন, ‌‘কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর পরিমাণ বর্তমানের মতো অব্যাহত থাকলেও অক্টোবর-নভেম্বরে ভারতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা চলছে। তবে আইসিসির প্লান-বি তে রাজি রয়েছে বোর্ড।’

চলতি মাসের শুরুর দিকে আইসিসি বলেছিল, ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে একটি ‌‘প্ল্যান বি’ রয়েছে। মালহোত্রাও নিশ্চিত করেছেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির ‘প্ল্যান বি’-তে রাজি। এবং সেটি সংযুক্ত আরব আমিরাত হবে।

ধীরাজ মালহোত্রা বলেন, ‘আমরা স্বাভাবিক পরিস্থিতি, কোভিডের পরিস্থিতি এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও পর্যবেক্ষণ করবো। আমরা আইসিসির সাথে এসব নিয়ে কথা বলছি। এখন পর্যন্ত আমরা ভারতেই বিশ্বকাপ হবে ধরে টিকিট বিক্রয় এবং সারাবিশ্ব জুড়ে ভ্রমণকারীদের নিয়ে ভাবছি। তবে আবারও বলছি, আমরা এখনো জানি না যে, অক্টোবরে পরিস্থিতি কেমন হবে।’

আইপিএলের ১৪তম আসর ভারতে অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারণে ১৩তম আসর অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতে। ফলে
সংযুক্ত আরব আমিরাত বায়ো-সুরক্ষা পরিবেশ নিশ্চিত করে একটি বড় টুর্নামেন্ট আয়োজনে সফলতা দেখিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ভারতে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এর মধ্যেই বায়ো-সুরক্ষা পরিবেশে আইপিএল চলছে। তবে দেশটির সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং যুক্তরাজ্যসহ বিশ্বের সাথে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল