করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল ভারতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। এমন দুর্দিনে সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ভিনদেশি খেলোয়াড়েরাও পাশে দাঁড়াচ্ছে ভারতের। কামিন্স, ব্রেট লি`দের পর এবার ভারতীয়দের পাশে দাঁড়ালেন শচীন টেন্ডুলকার।
কিছুদিন আগে শচীন নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন, যদিও এখন তিনি পুরোপুরি সুস্থ। পূর্বেই ঘোষণা দিয়েছিলেন ডাক্তারদের পরামর্শ মেনে প্লাজমা দান করবেন তিনি।
কোভিডে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে গেছে উল্লেখ করে শচীন বলেন, `কোভিডের ধাক্কায় ভারতের অবস্থা খুবই খারাপ। প্রচুর মানুষ নিয়মিত আক্রান্ত হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙ্গে গিয়েছে। আমাদের এখন অনেক অক্সিজেন দরকার।`
ভারতের এই খারাপ সময়ে মিশন অক্সিজেন নামক সংগঠনকে অর্থ দিয়ে সাহায্য করার কথা উল্লেখ করে শচীন তার টুইটারে লিখেন, `২৫০ জনের মতো যুবক যুবতি মিশন অক্সিজেন চালু করেছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহের কাজ করছে তারা। আমি তাদের সাহায্য করলাম, আশা করি এতে কিছুটা হলেও উপকার হবে।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]