সিরিজের দ্বিতীয় টেস্ট টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এ টেস্টর মধ্য দিয়ে অভিয়েষক হয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলামের। এবাদত হোসেন চৌধুরির পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টালকের আসনে বসলেও ব্যাটিং উইকেটে শ্রীলঙ্কাও ভালো জবাব দেয়। ফলে ম্যাচটি ড্র হয়েছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ড্র নয়, বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও একই কথা বলেনছেন। জানান, সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।
এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। তাকে একাদশে নেওয়ায় বাদ পড়েছেন এবাদত হোসেন চৌধুরি। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।
স্পোর্টসমেইল২৪/আরএস/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]