করোনার প্রকোপে ছেলেদের আইপিএল টুর্নামেন্ট চালাতেই বেগ পেতে হচ্ছে আয়োজকদের। এরই মাঝে কথা উঠেছে নারী আইপিএল নিয়েও। তবে বর্তমানের অবস্থা বহাল থাকলে সঠিক সময়ে নারী আইপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ ।
সাধারণত আইপিএলের প্লে-অফ রাউন্ডের সময় আয়োজন করা হয়ে থাকে নারী আইপিএল। সে হিসেবে মে মাসে মাঠে গড়ানোর কথা এই লিগের। কিন্তু বর্তমান অবস্থায় বিবেচনায় তা প্রায় অসম্ভবই বলা চলে ।
তাছাড়া নারী লিগ দিল্লিতে করার পরিকল্পনা ছিল আয়োজকদের, তবে দিল্লির বর্তমান এই অবস্থায় নারী আইপিএল মাঠে গড়ানো সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি বর্তমান সময়ে অনেক দেশই ভারতের সাথে তাদের সকল ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে। ফলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও অসম্ভব এই সময়ে ।
সব কিছু বিবেচনা করে, যথা সময়ে নারী আইপিএল মাঠে গড়াচ্ছে না বলা ই চলে। করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে তখন হয়তো শুরু হতে পারে এই টুর্নামেন্ট।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]