মৃত্যু মিছিল যেন থামছেই না ভারতে। ভারতের এই দুর্দিনে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। অজি জাতীয় দলের ক্রিকেটার প্যাট কামিন্সের পর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্রেট লি। এক টুইট বার্তায় ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন আইপিএল খেলা ব্রেট লি সবসময়ই ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। ভারতের এই কঠিন সময়ে ক্রিপটো রিলিফ ফান্ডে ১ বিট কয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লাখ ) অনুদান করলেন।
ভারতের মানুষের পক্ষ থেকে যে ভালোবাসা সব সময় পেয়েছেন তা ভোলার মতো নয় বলে মনে করেন তিনি। ব্রেট লি তার টুইট বার্তায় সকলকে মাস্ক ব্যবহার করার পাশাপাশি বিনা কারণে বাইরে যেতে নিষেধ করেন।
ব্রেট লি বলেন, `ভারত আমার দ্বিতীয় বাড়ির মত। খেলোয়াড়ি জীবনে এ দেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমি ভুলতে পারব না।`
ভারতের এই কঠিন সময়ে সকলকে একত্রে পাশে দাঁড়ানোর আহবানও জানান তিনি। ব্রেট লি আরও বলেন, `মহামারিতে মানুষ যেভাবে কস্ট পাচ্ছে তাতে আমি মর্মাহত । আমি তাদের জন্য কিছু করতে পারব ভেবে ভাল লাগছে। আমাদেরকে একত্রিত হতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]