আইপিএলের মাঝেও কোভিড আক্রান্তদের জন্য কাজ করছেন জাদেজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৮ এপ্রিল ২০২১
আইপিএলের মাঝেও কোভিড আক্রান্তদের জন্য কাজ করছেন জাদেজা

ভারতে করোনা মহামারীর মাঝেই চলছে আইপিএল। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। ইতিমধ্যেই অনেক ক্রিকেটার খেলার মাঝপথেই ভারত ছেড়েছেন। তবে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত  স্থাপন করলেন রবিন্দ্র জাদেজা। আইপিএল খেলার মাঝেই বোনের সহযোগিতা নিয়ে কোভিড আক্রান্তদের জন্য খাবার, চিকিৎসার ব্যবস্থা করে চলছেন তিনি। 

ভারতের এই অলরাউন্ডার নিজ দল চেন্নাইয়ের হয়ে খেলছেন আইপিএল। তবে, নিজ দেশের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়াতে ভুল করেননি তিনি। আইপিএল চলায়  স্ব-শরীরে উপস্থিত না থাকতে পারায়  নিজের বোন নয়নার সাহায্যে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন তিনি। 

শুধু খাবারই নয়, বরং কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা, অক্সিজেন জোগাড় করে দেয়ার মত কাজও চালিয়ে যাচ্ছেন। নিজের রেস্তোরাঁ আপাতত বন্ধ থাকলেও কর্মীদের নিয়মিত খোঁজ খবর রাখছেন জাদেজা।

জাদেজা শুধু এবারই নয়, এর আগেও লকডাউনের সময় অসহায়দের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তার বোন নয়না বলেন, `এবারের সমস্যাটা আরও তীব্র। করোনা আক্রান্তরা চিকিৎসার সুযোগ পচ্ছেন না। হাসপাতালে শয্যা নেই। জীবনদায়ী ওষুধ, অক্সিজেন সবকিছুরই অভাব রয়েছে, তারপর ও আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।` 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিচার্ডসনদের চলে যাওয়ায় বিষ্মিত নাইল, বলছেন ভারত ‘নিরাপদ’

রিচার্ডসনদের চলে যাওয়ায় বিষ্মিত নাইল, বলছেন ভারত ‘নিরাপদ’

ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ