করোনা ভাইরাসের কারণে নাজেহাল ভারত। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় আইপিএলের মাঝ পথেই দেশে ফিরে যান রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই, ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। তবে, আরেক অজি ক্রিকেটার নাথান কোল্টার নাইল মনে করেন জৈব সুরক্ষা বলয়ে নিরাপদেই আছেন তারা।
নাইলের মতে, ভারতে তিনি নিরাপদেই আছেন। তিন ক্রিকেটারের ভারত ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন ,`প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। আমি যখন জানতে পারলাম জাম্পা চলে যাচ্ছে খুবই অবাক হয়েছিলাম, এরপর শুনি টাই ও রিচার্ডসনও ভারত ছাড়ছে।`
ভারতের অবস্থা খুব বাজে যাচ্ছে সেটা নাথান কোল্টার নাইলও বুঝতে পারছেন, তবে জৈব সুরক্ষা বলয়ে থাকাতে নিজেকে নিরাপদই মনে করছেন তিনি।
নাইল আরও বলেন, `আমার জাম্পার সাথে কথা হয়েছে। সে তার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। তবে বর্তমান এই সময়ে ভ্রমণ করার চেয়ে জৈব সুরক্ষা বলয়ে থাকাই সঠিক বলে আমার মনে হয়।`
প্রতি তিনদিন পর যেভাবে সবার করোনা পরীক্ষা করা হচ্ছে তাতে খুশি নাইল। তিনি মনে করেন, আইপিএলের আয়োজকরা সেরাটা দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টটিকে সফলভাবে সমাপ্ত করার জন্য।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]