পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২২ এএম, ২৮ এপ্রিল ২০২১
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে টেস্ট দলে নতুন পাঁচ মুখ

টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সোমবার (২৬ এপ্রিল) ঘোষিত দলে রয়েছে নতুন পাঁচ মুখ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে জিম্বাবুয়ে ও পাকিস্তান। 

দলে পাঁচ নতুন মুখের পাশাপাশি দলে ফিরেছেন ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলা টেন্ডাই চিসোরু। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে অসুস্থ থাকায় সিরিজ খেলতে না পারা ব্রেন্ডন টেইলরও দলে ফিরেছেন। তবে, অভিজ্ঞ ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে। ইঞ্জুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। 

দলে নতুন সুযোগ পাওয়া পাঁচ ক্রিকেটার হলঃ তানাকা চিভাংগা, লুক জংগি, রিচারড এনগ্রারাভা, রয় কাইয়া ও মিল্টন শুম্বা। 

ঘোষিত দলঃ শন উইলিয়ামস (অধিনায়ক), চাকাভা রেজিস, চিশুরু টেন্ডাই, চিভাঙ্গা টানাকা, লুক জংগি, কাজা রউ, কেভিন কাসুযা, উইলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, টারিশাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, রিচারড এনগ্রারাভা, ভিক্টর ইউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলস ও ডোনাল্ড ত্রিপান। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এক বছর ড্র করুক, একসময় জেতা শিখবো : সুজন

এক বছর ড্র করুক, একসময় জেতা শিখবো : সুজন

ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

ভারতে অক্সিজেন কিনতে অর্থ দিলেন কামিন্স

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক