কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ২৭ এপ্রিল ২০২১
কমনওয়েলথ গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশের মেয়েরা

ফাইল ফটো

কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে নারী ক্রিকেট। তবে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। কমনওয়েলথ গেমসের মূল আসরে খেলতে হলে বাছাইপর্ব পেরিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে রুমানা-সালমা-সুলতানাদের।

কমনওয়েলথ গেমসের ২২তম আসরে প্রথমবারের মতো যুক্ত হওয়া নারী ক্রিকেটের ৮টি দল অংশ নেবে। তাদের মধ্যে স্বাগতিক ইংল্যান্ডসহ সাত দল চূড়ান্ত হয়েছে। বাকি থাকা একটি দল যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে।

সোমবার (২৬ এপ্রিল) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চূড়ান্ত হওয়া দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং স্বাগিতক ইংল্যান্ড।

২০২১ সালের ১ এপ্রিলের নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে স্বাগতিক ইংল্যান্ড এবং শীর্ষ ছয় দলকে চূড়ান্ত করা হয়েছে। আর অষ্টম দল নির্বাচিত হবে বাছাই পর্বের মাধ্যমে। ২০২২ সালের ৩১ জানুয়ারি শুরু হবে বাছাই পর্বের প্রতিযোগিতা। সেখানে বিজয়ী দল অংশ নেবে মূল প্রতিযোগিতায়।

ইংল্যান্ডের বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ২২তম আসর ২০২১ সালের ২৮ জুলাই শুরু হবে, আর শেষ হবে ৮ অগাস্ট। গেমসে দ্বিতীয়বারের মতো ক্রীড়াযজ্ঞে যুক্ত হওয়া ক্রিকেটে মেয়েরা প্রথমবারের মতো অংশ নিবেন। যেটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

আবারও সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা জ্যোতি

আবারও সেঞ্চুরি হাঁকালেন নিগার সুলতানা জ্যোতি

ইতিহাস রচনা করলেন ১৫ বছরের অনিশ

ইতিহাস রচনা করলেন ১৫ বছরের অনিশ