নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৭ এপ্রিল ২০২১
নিউজিল্যান্ডের আগে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চোখ রাঙালেও চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বাকাপের সূচি ঠিকই আছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এ আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঠিক থাকলেও পাল্টে যাচ্ছে সফর সূচি। প্রথমে নিউজিল্যান্ড ক্রিকেট দলের আসার কথা থাকলেও সেটি হচ্ছে না। কেন উইলিয়ামসনদের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমন তথ্য জানিয়েছেন।

ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট দল আসবে।’

পূর্বের সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এরপর সমান সংখ্যক ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর সূচি ছিল। এখন তা পাল্টে যাচ্ছে।

নতুন সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশ সফর করবে ডেভিড ওয়ার্নাররা। এরপর একই মাসে ঢাকা আসবে নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

ভারতের ভিসা পাবেন বাবর আজমরা

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল