করোনাভাইরাসে নাকাল অবস্থা ভারতে। ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা। তীব্র সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যাও। চারদিক থেকে এমন বিপর্যস্ত ভারতে তবুও চলছে আইপিএল। তবে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার মনে করেন, বর্তমান পরিস্থিতিতে আইপিএল বন্ধ করে সেই টাকা দিয়ে অক্সিজেন কেনা দরকার।
শোয়েব আকতার মনে করেন, বর্তমানে আইপিএলের চেয়ে জরুরি মানুষের জীবন বাঁচানো। আর তাই আইপিএল বন্ধ করে সেই টাকা দিয়ে অক্সিজেন কেনার পরামর্শ দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, `ভারতের অবস্থা খুবই বাজে। তাদের উচিত এখন আইপিএল বন্ধ করা। দেশের যা অবস্থা তাতে আইপিএল পিছিয়ে দেওয়া দরকার।’
করোনার কারণে পাকিস্তানের পিসিএলও স্থগিত করা হয়েছিল। তবে সেটি আবারও শুরু হচ্ছে। তবে পিএসএল বন্ধ করা হয়েছিল বলে শোয়েব আইপিএল বন্ধ করতে বলছেন, বিষয়টি তা নয়। তিনি বলেন, ‘পিএসএল পিছিয়ে দিয়েছিল বলে যে আমি তা বলছি সেটি নয়, জুনে পিএসএল শুরুর পক্ষেও আমি নয়`
ক্রিকেটের চেয়ে বর্তমান সময়ে জীবনকে গুরুত্ব দেওয়ার আহবান জানান শোয়েব। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধী করোনাভাইরাসের এই সময়ে জীবন বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসার উচিত বলেও মনে করেন তিনি।
শোয়েব বলেন, `জীবনের চেয়ে খেলা গুরুত্বপূর্ণ নয়। আইপিএলের টাকাগুলো দিয়ে অক্সিজেন কিনুন। এতে অত্যন্ত কিছু মানুষ বাঁচবে। এখন ক্রিকেট উপভোগ করার মতো অবস্থায় আমরা নেই। আমাদের এখন জীবন বাঁচাতে হবে।`
শুধু শোয়েব আকতার একা নন। এর আগে আইপিএলের সমালোচনা করেছিলেন সাবেক অজি তারকা গিলক্রিস্টও। শুধু তাই নয়, করোনার মাঝে পরিবারকে সময় দেওয়ার জন্য চলমান আসরে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের রবিচন্দ্রন অশ্বিন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]