ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার শনিবার (২৪ এপ্রিল) ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা রাখলেন। বিশ্বের কোটি কোটি সমর্থকের পাশাপাশি বর্তমান-সাবেক তারকা খেলোয়াড়রা শচীনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যায়নি দেশটির বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। তবে টুইটে জানানো কোহলির সেই শুভেচ্ছা সৃষ্টি করেছে ‘নতুন বিতর্ক’।
শুভেচ্ছা বার্তায় শচীনকে সর্বকালের সেরা ব্যাটার আখ্যায়িত করেননি কোহলি। কোহলির মতে, শচীন টেন্ডুলকার সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম একজন।
টুইটারে কোহলি লিখেন, ‘ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা একজন, যিনি অনুপ্রাণিত করেছেন অনেককে। শুভ জন্মদিন শচীন পাজি।’
One of the greatest to have ever played the game and an inspiration to many. Happy Birthday @sachin_rt paaji.
— Virat Kohli (@imVkohli) April 24, 2021
কোহলির এই টুইট ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। একই সাথে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেছে, কোহলির দৃষ্টিতে তাহলে সেরা কে?
এমন প্রশ্নের উত্তরও খুঁজে পাওয়া যায় কোহলির আরেক টুইটে। চলতি বছরের ৭ মার্চ ভিভ রিচার্ডসের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের অধিনায়ক। সেই টুইটে কোহলি সরাসরি ভিভকে `সর্বকালের সেরা ক্রিকেটার` বলে আখ্যায়িত করেন।
One of the greatest to have ever played the game and an inspiration to many. Happy Birthday @sachin_rt paaji.
— Virat Kohli (@imVkohli) April 24, 2021
সেইদিন কোহলি লিখেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা। নির্ভীক রাজা স্যার ভিভ রিচার্ডস।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]