শঙ্কায় ডিপিএল, আশা দেখছেন না বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ এএম, ২৫ এপ্রিল ২০২১
শঙ্কায় ডিপিএল, আশা দেখছেন না বিসিবি সভাপতি

ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ৬ মে থেকে সূচি থাকলেও দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা শঙ্কায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও মনে করছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন।

শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকেসের দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পাপন বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি তাতে প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করা কঠিন। এমন পরিস্থিতিতেআমি ব্যক্রিগতভাবে মনে করি না, কোনোভাবেই খেলা মাঠে নামানো উচিত। যতক্ষণ জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারবো, ততক্ষণ খেলার কোনো প্রশ্নই ওঠে না। সেটি একটা বা দশটি টিম হোক।’

বিসিবি সভাপতির এমন কথায় এটা নিশ্চিত যে, গত বছরের ন্যায় এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কপালে স্থগিতের শঙ্কাই রয়েছে। গত বছর ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে শুরু হলে বেশি দিন স্থায়ী হয়নি। ১৯ মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। এরপর অবশ্য দেশের মাটিতে ক্রিকেট ফিরলেও আলো মুখ দেখেনি ডিপিএল।

তবে করোনা পরিস্থিতি থাকলেও একেবারে সম্ভব নয় তা বলেননি বিসিবি সভাপতি। বলেন, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। যদি ওরা আমাকে কনভেন্স করতে পারে যে, সুরক্ষা বলয় নিশ্চিত করে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলবো। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

টি-টোয়েন্টি ফরম্যাটে মে’র প্রথম সপ্তাহ থেকে ডিপিএল

ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

সব কিছুর জন্য তৈরি সাকিব

সব কিছুর জন্য তৈরি সাকিব