দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ই পেল পাকিস্তান। জিম্বাবুয়ের হারারেতে বুধবার (২১ এপ্রিল) স্বাগতিকদের বিপক্ষে ১১ রানে জয় লাভ করে সিরিজে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান।
ঘরের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই কন্ডিশনের সুবিধাকে কাজে লাগিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের চেপে ধরে। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দারুণ সূচনা করে জিম্বাবুয়ে। তবে এরপর দ্রুত উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং অব্যাহত রাখে স্বাগতিক জিম্বাবুয়ে।
রিজওয়ানের ৬১ বলে ৮২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৪৯ রান করে পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে লুক জংগে ২টি ও মাধেভেরে ২টি উইকেট লাভ করেন ।
১৫০ রানের টার্গেটে খেলতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ক্রেইগ এরভিনের ৩৪ ও লুক জংগের ৩০ রান জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত জিততে পারেনি জিম্বাবুয়ে।
ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রিজওয়ান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]