শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে বুধবার (২১ এপ্রিল) মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামার আগে সকলের আছে দোয়া চেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। তিনি বলেন, ‘দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন।’
সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামার আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিকদের সাথে মঙ্গলবার (২০ এপ্রিল) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থি ত হয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সেখানে প্রথমে শ্রীলঙ্কান সাংবাদিকদের প্রশ্নপর্ব শেষে বাংলাদেশের সাংবাদকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষে বিদায় নেওয়ার সময় সকলের কাছে মন থেকে দোয়া প্রত্যাশা করেন মমিনুল। তিনি বলেন, ‘দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন।’
এর আগে এক প্রশ্নের জবাবে মমিনুল বলেন, ‘আমরা (বাংলাদেশ দল) শ্রীলঙ্কায় এসেছি ম্যাচ জিতার জন্য। আমরা চাই পাঁচদিনই মাঠে থাকবো এবং সেশন বাই সেশন ভালো করবো।’
দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ স্পিন নির্ভর হলেও শ্রীলঙ্কায় এবার পেসারদের নিয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। বলেন, ‘আমরা পেসার নির্ভর দল নিয়ে মাঠে নামবো।’
তবে একাদশ নির্বাচনের আগে শ্রীলঙ্কার উইকেট পরগ করে নিতে চান মমিনুল। ক্যান্ডিতে আজ (মঙ্গলবার) নিজেদের অনুশীলনে বুঝে নিতে চান উইকেটের ধরন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজকের অনুশীলন চলাকালে বা শেষে ২১ সদস্য থেকে কমিয়ে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে।
স্কোয়াডে খেলোয়াড় সংখ্যার বিষয়ে মমিনুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ১৭-১৮ জনের স্কোয়াড হতে পারে।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কার মাটিতে ওটাই বাংলাদেশের একমাত্র টেস্ট জয়। এছাড়া স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১২টি টেস্টের মাঝে একটি ড্র ছাড়া বাকি সবগুলোতেই পরাজয় বরণ করেছে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]