বুধবার (২১ এপ্রিল) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজের বাজে স্মৃতি কাটিয়ে উঠে এই সিরিজে ঘুরে দাঁড়াতে বড্ড অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ দল। দলে সাকিব না থাকলেও বাকিদের সম্মিলিত পারফরম্যান্সে ভালো কিছু সম্ভব এমনটাই দাবি টেস্ট অধিনায়ক মমিনুল হকের। বাংলাদেশ সময় সকাল ১০ঃ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সব গুলো ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখাবে টি স্পোর্টস এবং জি টিভি। এছাড়া ইউটিউবেও দেখার সুযোগ থাকছে। ইউটিউবে র্যাবিটহোল বিডি এবং টি স্পোর্টস এর অফিশিয়াল চ্যানেল দুটিও ম্যাচটি সরাসরি দেখাবে।
শুধু বাংলাদেশ নয়, ভারতের সনি সিক্স, সনি লাইভ, জিও টিভিতে সরাসরি দেখানো হবে , পাশাপাশি শ্রীলঙ্কার শ্রীলঙ্কা রূপাবাহিনি চ্যানেলও সরাসরি সম্প্রচার করবে উক্ত সিরিজের সকল ম্যাচ। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস এবং ইউকে`র স্কাই স্পোর্টস , স্কাই গো এ্যাপেও সরাসরি দেখা যাবে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজটি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]