সফল দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে পাকিস্তান ক্রিকেট দল। তবে এই সফরে দলের সাথে থাকছেন না পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস।
পাকিস্তানের এই বোলিং কোচ ইতিমধ্যেই দলের সাথে রয়েছে জিম্বাবুয়ের হারারেতে। তবে সেখান থেকে মঙ্গলবার (২০ এপ্রিল) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে জিম্বাবুয়ে ত্যাগ করবেন তিনি। মূলত অসুস্থ স্ত্রীর অস্ত্রোপচারের সময় তার পাশে থাকতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও তার ছুটি মঞ্জুর করেছে।
পাকিস্তান দলের ব্যস্ত শিডিউলের কারণে ১০ মাস ধরেই পরিবারের কাছে নেই ওয়াকার। মে মাসের শুরুর দিকে ওয়াকারের স্ত্রীর অস্ত্রোপাচার হলেও কোয়ারেন্টাইন পালন করতে হবে বিধায় আগেই দল থেকে বিদায় নিচ্ছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার (২১ এপ্রিল) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান, আর শেষ টেস্ট ম্যাচটি হবে ৭ মে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]