পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় নারী সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে সেটা সম্ভব না হওয়ায় এবার লঙ্কানদের বিপক্ষে নারী দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
চলতি বছরের জুন-জুলাইতে শ্রীলঙ্কায় ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের আগে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্বব্যাপী করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় ত্রিদেশীয় সিরিজটি বাতিল করা হয়েছে। বিপরীতে পাকিস্তানকে বাদ রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ এবং নারীদের দলের জন্য একটি প্রস্তুতি শিবির আয়োজনের কথা ভাবছে বিসিবি।
কোভিড-১৯ এর আক্রমণে পুরো বিশ্বকে থমকে গেছে। মহামারীর কারণে ইতোমধ্যে নারীদের ক্রিকেটের বেশ কয়েকটি সিরিজও স্থগিত করা হয়েছে। নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও পিছিয়েছে। যা চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে এটি অনুষ্ঠিত হবে।
একই সাথে, জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ নারী বিশ্বকাপের বাছাইপর্বও স্থগিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ছয় মাস পর ডিসেম্বরে এটি করার পরিকল্পনা করছে আইসিসি।
বাংলাদেশ নারী ক্রিকেট উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে নারী জাতীয় দলের দ্বিপাক্ষীক সিরিজ আয়োজন করা হবে। তিনি বলেন, ‘এ মূর্হুতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন সম্ভব নয়।’
নাদেল আরও বলেন, ‘জুনে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল আমাদের। পরিস্থিতির উপর পুরো বিষয়টি এখন নির্ভর করছে। আমরা শ্রীলঙ্কা সফরের ক্যাম্পটি করবো। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল- পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলা, কিন্তু তাতে সাড়া দেয়নি পাকিস্তান। তাই আমরা এখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ভাবছি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]