সিরিজ জয়ে উচ্ছ্বসিত পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ এএম, ১৮ এপ্রিল ২০২১
সিরিজ জয়ে উচ্ছ্বসিত পাকিস্তানি ক্রিকেটাররা

যে কোন দলের বিপক্ষেই তাদের ঘরের মাঠে সিরিজ জয় দারুণ আনন্দ দেয় প্রতিপক্ষকে। ঠিক তেমনই আনন্দে ভাসছে পাকিস্তানের ক্রিকেটাররা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হারানোর পর টি-টোয়েন্টিতেও ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। 

দক্ষিণ আফ্রিকা জয়ের পর পাকিস্তানের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ে যাওয়ার পূর্বে আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে দারুণ উচ্ছসিত ক্রিকেটাররা। ক্রিকেটারদের এমন উচ্ছাসের বহিঃপ্রকাশই দেখা গেলো টুইটারে। 

পাকিস্তান দলের বর্তমানের সেরা ব্যাটসম্যান ফখর জামান এক টুইট বার্তায় লিখেন `ইতিহাস গড়া হলো, আলহামদুলিল্লাহ। হাল না ছাড়লে ভালো কিছুই ঘটে। ভালো খেলেছো রিজওয়ান, ফখর জামান, ফাহিম আশরাফ সহ সকলকে। তোমাদের নিয়ে গর্ববোধ করি।` 

অন্যদিকে দলটির আরেক ওপেনার ফখর জামান তার টুইট বার্তায় লিখেন, `সফল একটা ট্যুর শেষ হওয়ায় সকলকে অভিনন্দন। বিশেষ করে বাবরকে ধন্যবাদ দিতেই হয়। যেতে হবে বহুদূর।` 

দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ নেওয়াজ লিখেন, `আলহামদুলিল্লাহ, আরেকটি সিরিজ জয়। অভিনন্দন পাকিস্তান, দারুণ একটি সিরিজ ছিল। এখন যেতে হবে জিম্বাবুয়ে।` 

এদিকে পাকিস্তানের এমন দাপুটে সিরিজ জয়ে  অভিনন্দন জানিয়েছে সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি সহ অনেকেই। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

মা’কে নিয়ে রশিদ খানের আবেগঘন টুইট

মা’কে নিয়ে রশিদ খানের আবেগঘন টুইট

টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বাজিমাত

টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানের বাজিমাত

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

ভারত বিশ্বকাপের ভেন্যু ‘ছয় থেকে নয়’

স্টোকসের আঙুলে ফ্র্যাকচার, মাঠের বাইরে তিন মাস

স্টোকসের আঙুলে ফ্র্যাকচার, মাঠের বাইরে তিন মাস