চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি প্রথমে ৬টি ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা থাকলেও এখন তা বাড়ানো হয়েছে। বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের ৯টি ভেন্যুতে আয়োজিত হবে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, শুক্রবার (১৬ এপ্রিল) বিসিসিআইয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে এটি আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল। এছাড়া বাকি ৮টি ভেন্যু হলো- মুম্বাই, নয়া দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্মৌ।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সভায় ৯টি ভেন্যুকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। আসলে এখনই বলা যাচ্ছে না যে, অক্টোবর-নভেম্বর করোনা পরিস্থিতি ঠিক কোন অবস্থায় থাকবে। তবে প্রস্তুতি চলবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]