বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তিতে কোহলিদের বেতন ৭ কোটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৬ এপ্রিল ২০২১
বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তিতে কোহলিদের বেতন ৭ কোটি

২০২০-২১ মৌসুমে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। বোর্ডের চুক্তি মোট ২৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। যাদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটাররা বাৎসরিক বেতন পাবেন ৭ কোটি রুপি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। চুক্তিতে মোট চারটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হঢেছে। ক্যাটাগরিগুলো হলো- ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’ এবং ও ‘সি’।

২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালে সেপ্টেম্বর পর্যন্ত এ চুক্তি কার্যকর হবে। চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন মাত্র তিনজন ক্রিকেটার। অধিনায়ক বিরাট কোহলি ছাড়া বাকি দুজন হলেন- রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ। তারা প্রত্যেকে পাবেন ৭ কোটি রুপি।

‘এ’ ক্যাটাগরিতে যায়গা পেয়েছে ১০ জন। বার্ষরিক ৫ কোটি রুপি বেতন পাওয়া ‘এ’ ক্যাটাগরির দশজন হলেন- রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া।

৩ কোটি রুপি বেতন পওয়া ‘বি’ ক্যাটাগরিতে আছেন পাঁচজন। তারা হলেন- ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর এবং মায়াঙ্ক আগারওয়াল।

এছাড়া সর্বনিম্ন ১ কোটি রুপি পাওয়া ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন বাকি দশজন। তারা হলেন- কুলদীপ যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, শুভমান গিল, হনুমা বিহারি, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর, জুবেন্দ্র চাহাল এবং মোহাম্মদ সিরাজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

আইসিসির মন্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই

আইপিএল নিয়ে বিসিসিআই সচিবের বার্তা

আইপিএল নিয়ে বিসিসিআই সচিবের বার্তা

পিসিবি সভাপতির মন্তব্যের জবাব দিয়েছে বিসিসিআই

পিসিবি সভাপতির মন্তব্যের জবাব দিয়েছে বিসিসিআই

পাঁচ কোটি রুপি পুরস্কার দিবে বিসিসিআই

পাঁচ কোটি রুপি পুরস্কার দিবে বিসিসিআই