ওয়েস্ট ইন্ডিজ পেসার কেসরিক উইলিয়ামস নিজ দেশের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন এই ফাস্ট বোলার।
নিজ মাতৃভূমি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টের লা সোফখিয়েহ আগ্নেয়গিরিতে ৯ এপ্রিল থেকে একাধিকবার অগ্ন্যুৎপাত এর ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে যায় সকল ফসল, এক প্রকার ধংসস্তুপে পরিণত হয়েছে সেই দ্বীপটি । বাতাসে ভেসে বেড়ানো সালফারের গন্ধে মানুষের থাকা কঠিন হয়ে পড়েছে।
সেন্ট ভিসেন্টের অধিবাসীরা বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ভুগছে। আর তাই নিজ দেশের জন্য বিশুদ্ধ খাবার পানি চেয়ে বাংলাদেশীদের কাছে সাহায্য চেয়েছেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। ভিডিও বার্তায় উইলিয়ামস বলেন, `আমি বাংলাদেশের সকলকে অনুরোধ করছি আপনারা যদি আমাদের সাহায্য করতে চান সাঈদের সাথে যোগাযোগ করুন, সেও আমাদের সাহায্য করছে।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]