পারফরম্যান্স দিয়েই শোয়েবকে উচিত জবাব দিল বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪০ এএম, ১৬ এপ্রিল ২০২১
পারফরম্যান্স দিয়েই শোয়েবকে উচিত জবাব দিল বাবর

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও স্পিডস্টার শোয়েব আক্তার বরাবরই নানা কারণে সমালোচনায় থাকেন। খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন আলোচিত-সমালোচিত একজন। খেলা ছাড়লেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে প্রতিনিয়তই আলোচনায় থাকছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লড়ছে পাকিস্তান। সেই টি-টোয়েন্টির সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের পারফরম্যান্স এবং ব্যাটিং নিয়ে প্রশ্ন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব। 

সেদিন শোয়েব আক্তার বর্তমান সময়ের কোহলি-গেইলের উদাহরণ টেনে বলেছিলেন `আমাদের ব্যাটসম্যানদের নিজেদের ব্যাটিং স্ট্রাইক ও স্ট্রাইক রেট নিয়ে ভাবা উচিত । আপনি যদি কোহলি-গেইল কিংবা মারক্রামকে ৫০ বল দেন তাহলে তারা কি করবে জানেনই, অথচ বাবর কি করলো?` 

শোয়েব আক্তারের প্রশ্ন তোলা ম্যাচে বাবর আজম ধীর গতিতে ৫০ বলে ৫০ রানের ইনিংস খেলেছিলো আর তাতেই চটে গিয়েছিলেন শোয়েব। 

তবে, শোয়েব আক্তারের সেই প্রশ্নের জবাব দিতে দেরি করেননি বাবর। শোয়েব আক্তারের সেই প্রশ্নের পাল্টা জবাবও দারুণ ভাবে দিলেন তিনি, তবে কোন সামাজিক মাধ্যমে নয়, বরং ব্যাটে রান করে। 

সিরিজের তৃতীয় ম্যাচে বাবর আজম খেলেন এক অবিশ্বাস্য ইনিংস। ৫৯ বলে ১২২ রানের তান্ডব চালান তিনি, আর তাতেই ১২ বল বাকি থাকতেই ২০৩ রান তাড়া করে জয় লাভ করে পাকিস্তান।

এক ম্যাচ পরই বাবরের এমন ইনিংস যেন শোয়েবের মুখে বাবর আজমের চপেটাঘাত । 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবরের ব্যাটিং তাণ্ডব, প্রোটিয়ার পাহাড় ডিঙিয়ে পাকিস্তানের জয়

বাবরের ব্যাটিং তাণ্ডব, প্রোটিয়ার পাহাড় ডিঙিয়ে পাকিস্তানের জয়

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

ঘরবন্দির কঠোরতা শেষে মাঠের কঠোরতায় বাংলাদেশ

ঘরবন্দির কঠোরতা শেষে মাঠের কঠোরতায় বাংলাদেশ

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর