সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৬ এপ্রিল ২০২১
সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়া নারী দলের পেসার ডেলিসা কিমিন্স। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ২০২০ সালের ১৭ আগস্ট একই লিঙ্গের আরেক অজি নারী ক্রিকেটার লরা হ্যারিসকে বিয়ে করেছিলেন সমকামী এ নারী ক্রিকেটার। 

মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয়েছিল কিমিন্সের। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু তার। এরপর মাঝে ৩ বছর ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে থাকলেও আবারও ফিরে আসেন। 

অস্ট্রেলিয়া নারী দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩বার শিরোপা জেতেন তিনি। এছাড়া ব্রিসবেন হিটের হয়ে দুইবার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
sportsmail24
২০২০ সালের ১৭ আগস্ট লরা হ্যারিসকে বিয়ে করেন কিমিন্স 

জাতীয় দলের হয়ে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলা কিমিন্সের সংগ্রহ রয়েছে ১৪টি উইকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৪ ম্যাচে ৪৫টি উইকেট শিকার করেছেন তিনি। 

কিমিন্সের অবসরের বিষয়ে অজি নির্বাচক শন ফ্লেগলার বলেছেন, `জাতীয় দলের হয়ে তার অবদান সত্যিই গর্ব করার মতো। সে ১৮ বছর বয়সেই জাতীয় দলে খেলে এবং নিজেকে বোলার থেকে তার পারফরম্যান্স দ্বারা অলরাউন্ডারে পরিণত করে। তার সকল অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই`

৩১ বছর বয়সী ডেলিসা কিমিন্স ২০২০ সালের ১৭ আগস্ট লরা হ্যারিসের (আরেক নারী ক্রিকেটার) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্রিকেট মাঠেও তাদের দু’জনকে একসাথে দেখা গেছে। দু’জনের মন দেওয়া-নেওয়া হয় ২০১৬ সালের দিকে। চার বছর পর তারা গাঁটছড়া বাঁধেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর

ঘরবন্দির কঠোরতা শেষে মাঠের কঠোরতায় বাংলাদেশ

ঘরবন্দির কঠোরতা শেষে মাঠের কঠোরতায় বাংলাদেশ

সিংহাসন হারানোর দিনে মেজাজও হারালেন কোহলি, করা হলো সতর্ক

সিংহাসন হারানোর দিনে মেজাজও হারালেন কোহলি, করা হলো সতর্ক

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আট বছর নিষিদ্ধ